হোম > জাতীয়

দেশজুড়ে গ্যাসের চাপ কম থাকবে ৭২ ঘণ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা 

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ২৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রথম ভাসমান যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিলেরেট এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামীকাল শুক্রবার। এতে বন্ধ হয়ে যাবে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। টার্মিনালটির মেরামতের কাজ শেষ হবে আগামী সোমবার।

এতে শুক্রবার দুপুর ১২ টাকা থেকে আগামী সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাসের চাপ কমে যাবে।

আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে সোমবার বন্ধ থাকবে ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। তবে এ সময় সামিট গ্রুপের দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনালটি সচল থাকবে, এই টার্মিনাল দিয়ে দৈনিক ৫৫ থেকে ৫৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকার সময় দেশের কোথাও কোথাও গ্যাসের চাপ কমে যেতে পারে। সোমবার দুপুরের পর থেকে ফের মেরামতকারী এলএনজি টার্মিনাল থেকে আগের মতোই গ্যাস সরবরাহ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

স্থানীয় নির্বাচনের কথা ভাবছে সরকার

৪৩তম বিসিএসে বাদ পড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

সরকারি কর্মীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা