Ajker Patrika
হোম > জাতীয়

ড. ইউনূসের শক্তি দইয়ে ভেজাল: হাইকোর্টে মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসের শক্তি দইয়ে ভেজাল: হাইকোর্টে মামলা বাতিল

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেলজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ সোমবার মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘শক্তি দই’-এ ভেজাল ধরা পড়ার অভিযোগে ওই মামলা করা হয়। তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯-এর ৬(১) ধারা অনুযায়ী উৎপাদক প্রতিষ্ঠান গ্রামীণ ডানোনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। ওই মামলায় আরও দুজনকে আসামি করা হয়। তাঁরা হলেন শক্তি দইয়ের পরিবেশক আবুল কাশেম ও সরবরাহকারী মো. তুষার।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও আইনজীবী মহসীন আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আইনজীবী তানিম হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলা বাতিলে ২০১১ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল শুনানিতে সিটি করপোরেশন বলেছে, মামলা করার জন্য ভুল মানদণ্ডের ভিত্তিতে তারা রিপোর্ট দিয়েছিল। এখন তারা ভুল স্বীকার করেছে। হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।’

এবারের নববর্ষে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার উদ্যোগ নিচ্ছে সরকার

সবার মতামত নিয়ে ধর্ষণবিষয়ক আইন সংস্কারের পরামর্শ

ফুটবলে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ আর নেই

রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডেটাবেইসে প্রবেশ করতে দিতে রাজি ইউএনএইচসিআর

গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আত্মসাৎ: ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

গাজায় আবার ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ ব্রিটিশ কাউন্সিলের

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের পরিবর্তে ৫৮ দিনের নিষেধাজ্ঞা