Ajker Patrika
হোম > জাতীয়

আনোয়ারুল আজীমের তথ্য সংসদের ওয়েবসাইটে ফের যুক্ত করা হলো

অনলাইন ডেস্ক

আনোয়ারুল আজীমের তথ্য সংসদের ওয়েবসাইটে ফের যুক্ত করা হলো

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে। 

এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে। 

কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 

সোমবার আনোয়ারুল আজীমের তথ্য ওয়েবসাইটে ফিরেছে। ছবি: স্ক্রিনশটগতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন। 

তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার। 

রোববার রাতেও ওয়েবসাইটে ঝিনাইদহ–৪ আসন সম্পর্কিত কোনো তথ্য ছিল না। ছবি: স্ক্রিনশটআনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। 

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হলো কেন

জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারপতিদের অবমূল্যায়ন, বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত

এনআইডি ইস্যুতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে: সিইসি

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা

সংস্কার দ্রুত শেষ হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা