সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে।
এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার।