হোম > জাতীয়

আনোয়ারুল আজীমের তথ্য সংসদের ওয়েবসাইটে ফের যুক্ত করা হলো

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। এ কারণে ঝিনাইদহ–৪ আসন শূন্য ঘোষণা নিয়ে সংসদে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটে গতকাল রোববারও সংসদ সদস্যের তালিকায় ঝিনাইদহ–৪ আসনটি ছিল না। তবে আজ সোমবার ওই আসনে আবার আনোয়ারুল আজীমের নাম যুক্ত করা হয়েছে। 

এমপি আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে জানাচ্ছে পুলিশ। ২২ মে এমন তথ্য জানায় দুই দেশের পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর মরদেহের কোনো হদিস মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে। 

কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে নিয়ম অনুযায়ী তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হয়। এরপর ইসি ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 

গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজীমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যের মৃত্যুসনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে, যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন। 

তবে আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশা করছেন স্পিকার। 

আনোয়ারুল আজীমের আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ–৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবে আজ আবার আনোয়ারুল আজীমের নাম, ছবিসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা