Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী ইউএই

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী ইউএই

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইউএই সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ বৃহস্পতিবার এ আগ্রহের কথা জানিয়েছেন ইউএই’র ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকীর সঙ্গে আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফুজাইরা প্রদেশে তাঁর কার্যালয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব‍্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আলোচনাকালে দুই নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে শেখ হামাদ সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান।

পরবর্তীতে ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সারকী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন। 

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দপ্তরে হটলাইন চালু

বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ যৌথ মহড়া ও টহল শুরু

পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইন হচ্ছে: প্রেস সচিব

যমুনা রেলসেতুতে যুক্ত হচ্ছে পন্টেজ চার্জ, গুনতে হবে বাড়তি ভাড়া

নতুন দল নিবন্ধনের আবেদন চলবে ২০ এপ্রিল পর্যন্ত: ইসি

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

জাতীয় নির্বাচন: ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চান না সিইসি

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা ও রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই শহীদের লাশ শনাক্তে যোগাযোগের ঠিকানা দিয়েছে সিআইডি