নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সেই সাত প্রতিষ্ঠান হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। সর্বনিম্ন ১ হাজার ৭০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকা খরচ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ল্যাব স্থাপনের জন্য সবচেয়ে কম সময় তিনদিন চেয়েছে স্টেমজ হেলথ কেয়ার আর সবচেয়ে বেশি ছয়দিন সময় চাওয়া জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের। বাকিরা চার থেকে ছয় দিন সময় লাগবে বলে জানিয়েছে।
চিঠিতে নির্বাচিত ল্যাবগুলোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান প্রতিপালনের শর্তে আলোকে উপযুক্ত ল্যাবসমূহের অনুকূলে শুরুর নির্দেশ জারি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অনুরোধ করা হয়।
জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর গত বছরের ১৩ জুলাই একদিনে পাঁচ প্রতিষ্ঠানের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। যার একটি ছিল স্টেমজ হেলথ কেয়ার।
এ বিষয়ে কথা বলার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর তারা জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পাঠানো হয়েছে এই সাত প্রতিষ্ঠানের তালিকা। স্বাস্থ্যের মহাপরিচালক (ডিজি) এবিএম খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৩ মে থেকে উড়োজাহাজে চড়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদের বাধ্যবাধকতার কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্মস্থলে ফিরতে পারছেন না বাংলাদেশিরা। কর্মস্থলে ফিরতে মানববন্ধনসহ অনশন কর্মসূচিও পালন করেছেন তারা।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচে অনশন শুরু করেন প্রবাসী কর্মীরা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ তাদের আশ্বাস দেন কম সময়ের মধ্যে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে।
গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মন্ত্রিসভার বৈঠকে দুই তিন দিনের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।