সাক্ষাৎকার

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গা উৎসব হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই ব্যাপারে কথা হয়েছে। একইভাবে পূজার পর ২৮ তারিখে যে রাজনৈতিক কর্মসূচি হবে, সেটাও যাতে শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হয়—সে ব্যাপারেও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’ 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, একটি দেশের রাষ্ট্রদূত হয়ে তিনি ওই দেশের একটি রাজনৈতিক দলের কর্মসূচি বিষয়ে সরকারকে জিজ্ঞাসা করতে পারেন কি না, এটি কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম।’ 
 
মন্ত্রী আরও বলেন, ‘তাঁরা আমাদের কাছে জানতে এসেছিলেন। এ জন্য আমরা সেটি তাঁদের জানিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ কর্মসূচি হবে।’ 

রাজনৈতিক কর্মসূচিতে ২৮ অক্টোবর লোকজনকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে কি না, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো জনগণকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে না। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘রাজধানী ঢাকা এমনিতেই যানজটের শহর। সেখানে তীব্র যানজট হয়। সেখানে রাজনৈতিক কর্মসূচির কারণে বিপুলসংখ্যক জনগণের আগমন ঘটলে আরও দুর্ভোগ বেড়ে যাবে।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা