হোম > জাতীয়

মঙ্গলবার গণটিকা ক্যাম্পেইনে দেওয়া হবে ৭৫ লাখ ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল মঙ্গলবার সারা দেশে একদিনেই গণটিকা ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ লাখ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজ দেওয়া হবে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশের মোট জনগোষ্ঠীর ৭৬ দশমিক শূন্য ৫ ভাগকে প্রথম ডোজ, ৭০ দশমিক ৩ ভাগকে দ্বিতীয় ডোজ এবং ১৭ দশমিক ৯ ভাগকে বুস্টার (৩য়) ডোজ প্রদান করেছে। এটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে।

৫-১১ বছর বয়সী শিশুদেরও করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মজুত টিকা শেষ হলে নতুন টিকা পাওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ডব্লিউএইচও ও কোভ্যাক্সের মাধ্যমে টিকা নিয়ে আসা হবে। কিন্তু হাতে বিশাল মজুত থাকলে নতুন করে আনা সম্ভব নয়। এ জন্য নিজেদের টিকা প্রদান বাড়াতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৫ প্রকারের (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন ও জনসন) মোট প্রায় ২.৭৮ কোটি ডোজ করোনা টিকার মজুত রয়েছে। 

বুস্টারের জন্য প্রয়োজন ৮ কোটি টিকা, সেটা কীভাবে পাওয়া যাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার থেকে অধিকাংশ টিকা পেয়েছি। এরা নতুন ৩ কোটি টিকা দেবে। তবে মজুত টিকা প্রয়োগ করতে না পারলে নতুন টিকা পাওয়া অসম্ভব। কোভ্যাক্সের আওতায় বিনামূল্যে টিকা পাওয়া যাবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবারের ক্যাম্পেইনে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদির পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসমূহের ওয়ার্ড পর্যায়েও করোনা টিকা দেওয়া হবে। 

একদিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে টিকা দেওয়ার লক্ষ্যে সারা দেশে প্রায় ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রের (৬২৩টি স্থায়ী ও ১৫৫৫৮টি অস্থায়ী কেন্দ্র) ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ক্যাম্পেইনে একযোগে প্রায় ৩৩ হাজার ২৪৬ জন টিকাদানকর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। 

ক্যাম্পেইনে ২য় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে এরূপ ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী বুস্টার (৩ য়) ডোজ ও ১ম ডোজ প্রাপ্তির নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও যারা ২য় ডোজ গ্রহণ করেননি এরূপ ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা