হোম > জাতীয়

সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রীপর্যায়ের বৈঠক ১২-১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠক ১২ ও ১৩ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এই সভায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ ভুক্ত দেশ। বৈঠকে এ সব দেশের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআই, সিআইএমএমওয়াইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দেবেন বলে জানান কৃষিমন্ত্রী। 

মন্ত্রী জানান, এবারের সভার আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা: ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন’। এর বাইরে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ কোটি ৮ লাখ টন বোরো উৎপাদন হয়। এবার ৩ কোটি ৮৬ লাখ টন চাল, ১২ লাখ টন গম, ৫৭ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬ লাখ টন আলু, ১ কোটি ৯৭ লাখ টন শাকসবজি, ১২ লাখ টন তেল উৎপাদনকারী ফসল, ৩৩ লাখ টন পেঁয়াজ এবং ৯ লাখ টন ডাল উৎপাদন হয়েছে। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা