কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
হাঙ্গেরির সঙ্গে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নিউইয়র্কে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিয়ার্তোর বৈঠকের পর চুক্তিগুলো সই হয়।
অর্থনৈতিক সহযোগিতা, ২০২৪-২৬ সালের জন্য স্টাইপেনডিয়াম হাঙ্গারিকাম প্রোগ্রামের কাঠামোর মধ্যে সহযোগিতার এবং ২০২৩-২৫ বছরের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতার চুক্তি তিনটি সই হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য হাঙ্গেরির ভিসা ঢাকা থেকে আবেদনের প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের ঢাকা থেকে হাঙ্গেরির ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাঙ্গেরির মন্ত্রী জানান।