অনলাইন ডেস্ক
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এখন কোথায় আছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারছেন না।
তবে গতকাল মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, আরাফাত বাংলাদেশে ফরাসি দূতাবাসে অবস্থান করছেন। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকায় ফরাসি দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়েছে এ ধরনের তথ্য সঠিক নয়।
পোস্টে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন—সোশ্যাল মিডিয়াতে এমন রিউমার ছড়িয়ে পড়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।