পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল সাত দিন। এই সময়ের মধ্যে অর্থাৎ ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঢাকা ছেড়েছিলেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখের বেশি গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তৈয়্যব আহমেদ।
বিটিআরসির তথ্য বলছে, ২৮ মার্চ দেশের সবগুলো অপারেটরের সিম ব্যবহারকারীদের মধ্যে ঢাকা ছেড়েছিলেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ ব্যবহারকারী। এদিন ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২ জন। ২৯ তারিখে ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন এবং ঢাকায় প্রবেশ করেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন। ৩০ মার্চ ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন এবং প্রবেশ করেন ৪ লাখ ৯১ হাজার ৮৮ জন।
এ ছাড়া, ঈদের দিন অর্থাৎ, ৩১ মার্চ ঢাকা ছাড়েন ১২ লাখ ৫৬ হাজার ৯০৩ জন এবং প্রবেশ করেন ৪ লাখ ৪৬ হাজার ৪৯৯ জন। ঈদের পরদিন অর্থাৎ, ১ এপ্রিল ঢাকায় প্রবেশ করেন ৫ লাখ ৪৩ হাজার ২৯৯ জন এবং ঢাকা ছাড়েন ১২ লাখ ৮২৪ জন। এর পরের দুই দিনে অর্থাৎ, ২ ও ৩ এপ্রিল যথাক্রমে ঢাকায় প্রবেশ করেন ৭ লাখ ৬০ হাজার ৪৭৮ জন এবং ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এই দুই দিনে ঢাকা ছাড়েন যথাক্রমে ৯ লাখ ৮৭ হাজার ৯৯৪ জন এবং ৭ লাখ ৯৪ হাজার ৩৫২ জন।