Ajker Patrika
হোম > জাতীয়

বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আজ সোমবার সকালে বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।’

কোন উপায়ে তাঁকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা গলায় পরিয়ে হেনস্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুষ্কৃতকারীরা তাঁকে হেনস্তা করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

দুই মাসে নয়, গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘দুই মাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না।’

উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে, সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। আমাদের বিজিবির তাদের সঙ্গে কথা বলার যে অবস্থা ছিল, সেটি নাই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি-যত দ্রুত সম্ভব এই সমস্যা (রোহিঙ্গা) সমাধানের।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারব না। আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন, তারা ভালো বলতে পারবে। আমাদের প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। ভবিষ্যতে একটা ভালো ফল পাব।’

উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে-সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে দুর্নীতির মাধ্যমে।’

রোহিঙ্গা অনুপ্রবেশ বিজিবি জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কী। ওইখানে যুদ্ধ হচ্ছে। ওইখানের পরিস্থিতিও আপনারা জানেন। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে প্রবেশ করে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনারা সব সময় চেয়েছেন বিডিআর একটা পূর্ণ কমিশন হোক। কমিশনটি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে দিয়েছেন গতকাল রাতে। কমিশনের সদস্য সংখ্যা হবে সাতজন। এখানের মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান। তিনিই এই কমিশনের সভাপতি। এর সঙ্গে সামরিক বাহিনীর আরও দুজন সদস্য থাকবেন। সিভিল সার্ভিস একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪টি স্থলবন্দর বন্ধের সুপারিশ

৬৫৩১ শিক্ষক নিয়োগের ফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি আগামীকাল

কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

শপথ নিলেন পিএসসির সাত সদস্য

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

বাস রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনাবিরোধী, জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহার: টিআইবি

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত