অবশেষে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিকে (নাডা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই একাডেমিকে নিজেদের অধীনস্ত করার কথা জানায়।
সেখানে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৪ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি’র প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়েছে। ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নাডাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় বিসিএস ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি করা হয়। ইকোনমিক ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়ার পর এই ভবনের নিয়ন্ত্রণ চায় জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। ভবনটির নিয়ন্ত্রণ নিতে এসব মন্ত্রণালয় ও বিভাগ নিজেদের মধ্যে বেশ কয়েক দফা চিঠি চালাচালিও করেছিল।