জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য। তাঁরা আগামী এক বছরের জন্য প্রেষণে নিয়োগ থাকবেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার জন্য পুলিশ বাহিনীর ১৮০ জন সদস্য এবং ১৯ জন সদস্যকে বিকল্প হিসেবে তাঁদের যোগদানের প্রকৃত তারিখ থেকে এক বছরের জন্য প্রেষণে নিয়োগের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়। ১৮০ জনের মধ্যে দুজন মেডিকেল অফিসার রয়েছেন।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক, উপপরিদর্শক, উপ-সহকারী পরিদর্শক, কনস্টেবল, গাড়িচালক, সুইপার থেকে শুরু করে বিভিন্ন পদের কর্মরতরা রয়েছেন।