হোম > জাতীয়

বন্যা পরিস্থিতিতে নৌবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার থেকে বন্যা কবলিত ফেনী এলাকায় শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।

আজ শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম করছে। বন্যা কবলিত এলাকা থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে নৌ সদস্যরা। এছাড়াও খুলনার পাইকগাছা এলাকায় নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে নৌবাহিনীর আরও একটি কন্টিনজেন্ট চট্টগ্রামের মিরসরাইয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেছে।

নৌবাহিনী বন্যা দুর্গত মানুষদের আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের পাশাপাশি প্রতিবেলায় রান্না করা খাবার সরবরাহ করছে। এলাকায় মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতেই নয়, পানিবন্দী বাড়িঘরেও শুকনো খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট ও ব্রেড), রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ এবং খাবার স্যালাইন বিতরণ করেছে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারী জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্যা কবলিত এলাকার গবাদিপশু ও অতিপ্রয়োজনীয় সামগ্রীসমূহ নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।

ইতিমধ্যে বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। এছাড়াও বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যরা বস্ত্র সামগ্রী, রেশন ও নগদ টাকা দিচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ