নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় ৫০ জন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যকে (এমপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আজ রোববার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও সংরক্ষিত মহিলা আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছিলাম। বাছাই করে ৫০টি মনোনয়নপত্র বৈধ হয়। আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ছিল। এই সময়ে কেউ প্রত্যাহারের আবেদন করেননি। তাই এখন মনোনয়ন বৈধ হওয়া জাতীয় পার্টি থেকে দুজন এবং আওয়ামী লীগ ও তাদের জোট থেকে পাওয়া ৪৮ জনকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করছি।
আগামী মঙ্গলবার এই ৫০ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।