Ajker Patrika
হোম > জাতীয়

নির্বাচনী আসনের সীমানা, দল নিবন্ধনসহ পাঁচ বিষয়ে বসছে ইসির কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী আসনের সীমানা, দল নিবন্ধনসহ পাঁচ বিষয়ে বসছে ইসির কমিটি
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি অ্যাজেন্ডা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কমিটি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষণে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।

ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত আইন সংশোধনের কাজে হাত দিয়েছে ইসি। ইতিমধ্যে ৬৪টি আসন থেকে ৪০০-এর মতো আবেদন এসেছে। এসব আবেদনে অনেকে ২০০৮ সালের আগের সীমানায়, অর্থাৎ ২০০১ সালের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে।

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

জাতীয় ঐকমত্য গঠনে সংলাপ শুরু

ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি-ইউএনওরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, প্রতারণা

র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত ও ডিজিএফআইয়ের কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে: টিআইবি

বিদ্যুৎ ভবনে বিএনপি ও আ. লীগের সিবিএ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, মাথা ফেটেছে একজনের

সংস্কার কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই: ড. দেবপ্রিয়

আমির হোসেন আমুর বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

সাদ মুসা গ্রুপের মালিকসহ ১১ জনের নামে মামলা

এখন থেকে সরকারি টেন্ডারের শতভাগ কার্যক্রম অনলাইনে হবে: প্রেস সচিব