হোম > জাতীয়

সামান্যতম অপরাধীদের ক্ষেত্রেও ক্ষমাশীল হবেন না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে বোঝে এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন। প্লিজ আপনারা দয়া করে কোথাও কোনো জায়গায় বসে থাকবেন না। আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন। 

আজ সোমবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 

ইসি রাশেদা বলেন, ‘সামান্যতম অপরাধ যাঁরা করবেন, তাঁদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না। আপনি সাহসিকতা, নির্ভীকতার সঙ্গে করবেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আসার পর এ পর্যন্ত স্থানীয় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন থেকে শুরু করে প্রায় ১২০০ নির্বাচন করেছি। প্রত্যেকটাতেই ছোট-ছোট ঘটনা ছাড়া, বড় ধরনের কোনো সহিংসতা, রক্তপাত কোনো কিছুই ঘটেনি।’ 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা চাই বা না চাই এখানে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়ে থাকে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে প্রার্থীর দ্বারা, পোলিং পারসোনালদের দ্বারা। অনেক সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা যাঁরা থাকি, তাঁদের উদাসীনতার কারণেও ব্যত্যয় হয়ে থাকে। এ ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, তাহলে নির্বাচনী পরিবেশ বজায় থাকে না।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের একজন বড় বোন হিসেবে বলতে-জানাতে চাই, আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করবেন। সমন্বয় হয়নি, ভালোমতো কাজ করা হয়নি, এই বিষয়টি শুনলে আমি খুবই দুঃখ পাব। কারণ আমি আপনাদের বিচার বিভাগেরই একজন বড় বোন। আমি খুব লজ্জাও পাব।’ 

তিনি আরও বলেন, ‘জনগণ যাঁকে পছন্দ করবে, তাঁকেই তাঁরা নির্বাচিত করবেন। তাঁদের দিয়েই দেশ পরিচালিত হবে। তাঁরাই জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।’

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন