নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
আজ সোমবার বেলা ১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে বৈঠক শুরু হয়।
ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম উপস্থিত থাকবেন।
রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত রয়েছেন ফার্স্ট সেক্রেটারি মিনামী তম ও সেকেন্ড সেক্রেটারি কোবায়াশি ইয়োশিয়াকি।