হোম > জাতীয়

ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা নির্বাচন উপলক্ষে সারা দেশে বন্ধ রাখা ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। 

এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে আগের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করতে কমিশন অনুমোদন দিয়েছে। 

মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে। 

গত সোমবার এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণকে সেবা দিতে যেন বিলম্ব না হয়। আমি সরকারি কর্মচারী, যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটি নিশ্চিত রাখতে হবে।’ 

এর আগে ইসির এক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, মাঠপর্যায়ের অফিসে সপ্তাহে এক বা দুই দিন এনআইডি সংশোধনের আবেদনের বিষয়ে শুনানি করা হবে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ