Ajker Patrika
হোম > জাতীয়

ইয়ামিন হত্যায় শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়ামিন হত্যায় শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

পুলিশের সাঁজোয়া যান থেকে রাস্তায় ফেলে ইয়ামিনের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৭৮ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার চিফ প্রসিকিউর বরাবরে এ অভিযোগ দাখিল করেন নিহতের মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুন কাদির। 

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন সাকিল আহমাদ। 

অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সাভারে পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে। তাঁরা শাইখ আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে বুকের বামপাশে গুলি করে। বন্দুকের গুলিতে ইয়ামিনের বুকের বামপাশে অসংখ্য গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। পুলিশ সদস্যরা ইয়ামিনকে টেনে পুলিশের সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকে। 

অভিযোগে আরও বলা হয়, ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় পুলিশের সাঁজোয়া যান থেকে রাস্তার ওপর ফেলে দেয়। এরপর একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে রাখে। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোনো ধরনের ময়নাতদন্ত না করে এবং কোনো মৃত্যুর সনদ না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের মরদেহ হস্তান্তর করে। 

আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনিয়ে ২৮টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২৭টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়।

আলোচনা আছে, পদক্ষেপ নেই

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হতে পিএসসির অনুরোধ

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে: ধর্ম উপদেষ্টা

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিচার বিভাগীয় কর্মচারীদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্থ করার প্রস্তাব

সংবাদপত্রের মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি