নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার আনসার-ভিডিপির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপ ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে অন্তত ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।
এ ছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। ২৪ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ৬৪টি জেলায় জরুরি প্রয়োজনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রেখেছে আনসার ভিডিপি।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ০১৭৭৭৭৯৪৪৮৩ ও ০১৭৭৭৭৯৪৪৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।