হোম > জাতীয়

বাংলা একাডেমিতে টাকা দিয়ে ১৭৫ জনের চাকরি, প্রমাণ পেল দুদক

অনলাইন ডেস্ক

বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ১৭৫ জনকে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে নিয়োগ জালিয়াতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের বাংলা একাডেমিতে অভিযান চালায়।

অভিযান সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে বাংলা একাডেমি প্রশাসনের পক্ষ থেকে ১৮০ জন বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নিয়োগকে ঘিরে দায়িত্বে থাকা একাডেমির তৎকালীন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও প্রতিষ্ঠানটির প্রশাসনের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

দুদক সূত্রে জানা যায়, একাডেমির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭৫টি পদের বিপরীতে ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। তাঁদের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয় একাডেমি ফান্ডে। এর মধ্যে অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক ডিজি নূরুল হুদা, তাঁর নেতৃত্বাধীন প্রশাসন ও অন্যদের ওপর।

অভিযানের দায়িত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ৪ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষার ডাকা হয় মাত্র ৫০০ জনকে। পরে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলা একাডেমি প্রশাসন।

এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয়স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ আছে।

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ শুনেছেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দুদক ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযানের প্রাপ্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে জানানো হবে। তবে নিয়োগে রাজনৈতিক প্রভাব কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, ঘুষের মতো অভিযোগ পাওয়া গেলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরুর আশা চিফ প্রসিকিউটরের

জেমস প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি থেকে বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়

আরোপিত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠক

মানব পাচার রোধের প্রতিশ্রুতিতে অটল বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

জুলাই আন্দোলনে সহিংসতা: পুলিশের অস্ত্র–গুলির বয়ানে গরমিল

ঢাকামুখী মানুষের ভিড়

অনিয়মে জেরবার কৃষির প্রকল্পে মেয়াদ বাড়ছে

মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা

চিকেন’স নেক কী? বাংলাদেশ-ভারত-চীন ভূ-রাজনীতিতে এর গুরুত্ব কতটা