হোম > জাতীয়

শেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫৮ হাজি

শেষ হলো চলতি বছরের হজ-পরবর্তী ফ্লাইট। হজ পালন শেষে আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বশেষ ফ্লাইটটি জেদ্দা থেকে ৩৫৮ জন হাজি নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

এ উপলক্ষে আজ বিমানবন্দরে অনুষ্ঠিত হয় হজফ্লাইট-২০২৩-এর সমাপনী অনুষ্ঠান। বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে সবশেষ ফ্লাইটের হাজিদের দেশে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি হজ পরিচালনার সঙ্গে জড়িত সব সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান। 

বিমান প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ জনের বেশি মানুষ হজ পালন করেছেন। এর মধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি যাত্রী বহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও ফ্লাই নাশ এয়ারলাইনস। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আবদুল হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সিদ্দিকুর রহমান।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা