Ajker Patrika
হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রা শুরু: টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনে ঈদযাত্রা শুরু: টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে বাধা
স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা।

আনুষ্ঠানিকভাবে আজ ২৪ মার্চ সোমবার থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। যারা গত ১৪ তারিখে অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা আজ বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন।

আজ সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে ১৩টি আন্তঃনগর এবং ৭টি মেইল ও কমিউটার। সারাদিনে কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে।

কমলাপুর রেলস্টেশন সরেজমিনে ঘুরে দেখা যায়, স্টেশনের প্রবেশমুখে তিন ধাপের চেকিংয়ের মধ্যে দিয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাদের টিকিট নেই তাদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্ট্যান্ডিং টিকিট কেটে নির্ধারিত ট্রেনে কেউ যেতে চাইলে যেতে পারছেন না। অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। আগেভাগে মানুষজন রাজধানী ছাড়তে শুরু করেছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রেলওয়ে পুলিশ, আরএনবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সকাল থেকে প্রায় বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে।’

এদিকে কমলাপুর রেলস্টেশনের প্রতিটি প্লাটফর্মে যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। আজ মূলত ঢাকা ছাড়ছেন পরিবার-পরিজন, যাদের আগেই ছুটি হয়ে গেছে তারা, ছাত্রসহ নানা ধরনের যাত্রীরা বাড়ির পানে ছুটছেন। অনেকেই আবার পরিবার-পরিজনকে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিলেন।

বেসরকারি চাকরিজীবী সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে ট্রেনে তুলে দিতে রেল স্টেশনে এসেছি। আমার ছুটি হবে ২৮ তারিখে তাই আগেভাগেই পরিবার-পরিজনকে পাঠিয়ে দিচ্ছি। ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়নি অনলাইনে টিকিট কাটতে পেরেছি। স্টেশনে কোনো ধরনের সমস্যা হয়নি’।

স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা।
স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা।

স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে মাথায় কাপড়ের বোঝা নিয়ে ট্রেনের দিনে ছুটছেন জমসেদ আলি নামের এক যাত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০ জনের একটি দল কৃষিকাজের জন্য টাঙ্গাইল থেকে মুন্সীগঞ্জে গিয়েছিলাম। ঈদের আগে বাড়ি যেতে কমলাপুর এসেছি। সকালে মুন্সীগঞ্জে থেকে বাসে করে ঢাকায় এসেছি, টিকিট না পাওয়ায় স্ট্যান্ডিং টিকিট কেটে টাঙ্গাইল যাচ্ছি’।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, মোদি-ইউনূস বৈঠক বিকেলে

নাগরিকত্ব ছাড়লে এনআইডি বাতিল, ভোটও থাকবে না

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ইউনূস-মোদি বৈঠক আগামীকাল

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

বিমসটেকের নৈশভোজে পাশাপাশি চেয়ারে মোদি ও ইউনূস

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন