নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সৃষ্টির স্বাধীনতায়, সাহসী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন প্রত্যয়, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ গড়ি, মুক্তচিন্তা ও রাষ্ট্র সংস্কারের ঐক্য গড়ি’ এই স্লোগানে শিল্পী–সংস্কৃতিকর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, স্বৈরাচার পতন হয়েছে। ছাত্রজনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে সকলকে বিপ্লবী অভিনন্দন।
সময়টা শুধু উদ্যাপনের নয়, উল্লাসের নয়; সময়টা রাষ্ট্র পুনর্গঠনের। আন্দোলনে আমরা ছাত্রদের ওপর যেমন ভরসা রেখেছি, ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাঁদের পাশে থেকে সর্বজনের প্রতিনিধিত্বমূলক বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে চাই।
দেশের অভ্যন্তরে চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞ আমরা সর্বস্তরের শিল্পী–সংস্কৃতিকর্মী গভীরভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। দেশের এই ক্রান্তিকালে সর্বস্তরের প্রতিবাদী শিল্পী–সংস্কৃতিকর্মীদের এক করে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করতে যাচ্ছি।