নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
এর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বদলির এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামে পাশে উল্লিখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সম্প্রতি পদোন্নতি পাওয়া এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হওয়া কর্মকর্তারাও এই বদলি তালিকায় রয়েছেন।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
এর মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।