হোম > জাতীয়

শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন, পরিষ্কার করেনি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতের দিল্লি চলে যান। সাবেক প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছেছেন, সেখানে আছেন, এর বাইরে তিনি কী অবস্থায় কোথায় আছেন, সে বিষয়ে দুই দেশের মধ্যে সরকারিভাবে কোনো তথ্য আদান–প্রদান হয়নি। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন। সেই পাসপোর্ট সরকার বাতিল করেছে। এরপর তিনি কীভাবে কী অবস্থায় ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘সবকিছু শুধু আইন দিয়ে চলে না...উনি আশ্রয় চেয়েছিলেন, তাই সেখানে আছেন। আমাদের এভাবে জানানো হয়েছে।’

শেখ হাসিনা কীভাবে, কী অবস্থায় আছেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ‘সরকারিভাবে’ কিছু জানে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’ বাংলাদেশ সরকার জানতে চেয়েছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের সরকারিভাবে কিছু বলিনি।’

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শেখ হাসিনার দল আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও দমন–পীড়নের অভিযোগ ওঠে। সরকারি হিসেবে বিভিন্ন শ্রেণি–পেশা ও বয়সের প্রায় ৬৫০ ব্যক্তি আন্দোলনের সময় নিহত হন। আহত হন প্রায় ১৮ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করেন কয়েকশ নারী–পুরুষ। এমন কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল পর্যন্ত কমপক্ষে ১২০টি মামলা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা