বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক ২২ ডিসির (জেলা প্রশাসক) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
এদিকে সচিবদের শূন্য পদে আগামী দু-এক দিনের মধ্যে নিয়মিত কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ জন সাবেক ডিসিকে ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তাঁদের মধ্যে তিনজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক ডিসিদের বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, যাঁরা অর্থনৈতিক অপরাধ করেছেন বলে অভিযোগ আছে, সে ব্যাপারে বিভিন্ন সংস্থা এবং নিজস্ব ব্যবস্থায় যদি দেখা যায়, ঘটনা সত্যি সত্যি ঘটেছে, শুধু সেই অভিযোগগুলো দুদকে পাঠানো হবে। এটা সাধারণীকরণ করা হবে না। যাঁদের নামে অপপ্রচার আছে বা অপরাধের সঙ্গে জড়িত নন বা এ ধরনের কিছু করেননি, সাময়িকভাবে ওএসডি হয়েছেন, তাঁরা খুব সাধারণ জীবন যাপন করবেন, এতে কোনো সমস্যা না। এখানে সরকারের পক্ষপাত নেই। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটি করবে, যাতে একজন নিরীহ কর্মকর্তারও কোনো অসম্মান না হয়।
২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা সাবেক ডিসিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, এ বিষয়ে পুরো তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। সেগুলো আসার পর বিবেচনা করা হবে। এ বিষয়ে চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি আছে। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ করা হবে এবং তা ধীরেসুস্থে হবে। পক্ষপাত বা কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়মনীতির মাধ্যমে। একজন কর্মকর্তাও যেন ক্ষতিগ্রস্ত না হন, সেটি দেখা হবে।
জনপ্রশাসন সচিব বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিব পদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। কেউ চুক্তিতে নন, চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে শূন্য পদে সচিব নিয়োগ দেওয়া হবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিল্পসচিব নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।