হোম > জাতীয়

এক টাকাও আয় বাড়েনি বনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী তিনি। এমপি থেকে মন্ত্রী হয়ে গত পাঁচ বছরে এক টাকাও আয় বাড়েনি তাঁর। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) তাঁর দেওয়া হলফনামার সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সালে কৃষি খাত থেকে শাহাবের বছরে ৫০ হাজার টাকা আয় হতো। পরিবারের সদস্যরা চাকরি থেকে আয় করতেন ৫ লাখ টাকা। সেটা এখনো চলমান। এর আগে ২০০৮ সালে এমপি হওয়ার আগে কৃষি খাত থেকে শাহাবের বছরে আয় হতো ১৮ হাজার টাকা। একই খাতে পাঁচ বছরে সেটা বেড়ে ২০১৪ সালে ৩৬ হাজার টাকায় দাঁড়ায়। ২০১৮ সাল পর্যন্ত কৃষিতে বেশ সফল ছিলেন এই মন্ত্রী।

তবে তাঁর অস্থাবর সম্পদ ৭৪ লাখ ৬২ হাজার ৭৯০ টাকার বাড়লেও স্থাবর সম্পদ ২০১৮ সালে যা ছিল, তা-ই রয়েছে। শাহাবের স্ত্রী বেগম শিরিন আক্তারের অস্থাবর সম্পদ ৪২ হাজার ৪১৪ টাকার কমেছে। শিরিনের স্থাবর সম্পদ আগেও ছিল না, বর্তমানেও নেই। 

হলফনামায় আরও জানা গেছে, বিএ পাস শাহাব উদ্দিনের নামে কোনো মামলা ও ব্যাংকে দায়-দেনা নেই। পাঁচ বছরের ব্যবধানে পেশা পরিবর্তন করেছেন এই মন্ত্রী। ২০১৮ সালে তাঁর পেশা ছিল ব্যবসা, এখন রাজনীতি। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ২ লাখ টাকা, যা ২০১৮ সালেও ছিল।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ