Ajker Patrika
হোম > জাতীয়

অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক হামলা গ্রহণযোগ্য নয়: মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক হামলা গ্রহণযোগ্য নয়: মানবাধিকার কমিশন

নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের দোকানপাট ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক দেশে এ ধরনের সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে লোহাগড়ায় হিন্দুদের দোকানপাট ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগসংক্রান্ত সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। নড়াইলের লোহাগড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা স্থানীয় একটি বাজারের ৬টি দোকান ভাঙচুর ও লুটপাট এবং একটি মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে মর্মে প্রকাশিত সংবাদ মারফত জানা গেছে। এ ছাড়া ৪টি বাড়িঘর ও এর আসবাব ভাঙচুর করে নগদ টাকাসহ স্বর্ণের গয়না লুট করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে, বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক দেশে এ ধরনের সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা করার অধিকার যেমন কারও নেই, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে মন্দির ও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করার অধিকারও কাউকে দেওয়া হয়নি।

কমিশন মনে করে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এ ধরনের ঘৃণ্য অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। কেউ ধর্মকে অবমাননা করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সমীচীন।

ওই ঘটনায় মহানবী (সা.)-কে কটূক্তির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে অনাকাঙ্ক্ষিত হামলা ও লুটপাটের পরিস্থিতি এড়ানোর ক্ষেত্রে কারও গাফিলতি আছে কি না, এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট নিবৃত্ত করার বিষয়ে পুলিশের যথাযথ ভূমিকা ছিল কি না, তা জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। একই সঙ্গে উল্লেখিত বিষয়গুলো তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার কমিশন পত্র প্রেরণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত

১০ লাখ রোহিঙ্গা খাদ্যসংকটে, জরুরি তহবিল বরাদ্দের তাগিদ ডব্লিউএফপির

মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য না রাখার আহ্বান নারীনেত্রীদের

নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অতীব জরুরি: ফরিদা আখতার

মালয়েশিয়ায় বাংলাদেশের প্ল্যান্টেশন কর্মী প্রবেশের সময়সীমা ৩১ মার্চ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর