Ajker Patrika
হোম > জাতীয়

লবিস্ট নিয়োগপ্রথা এরশাদের আমল থেকে চালু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

লবিস্ট নিয়োগপ্রথা এরশাদের আমল থেকে চালু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সুশাসন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে লবিস্ট নিয়োগ করেছিল আওয়ামী লীগ। আর বিএনপির লবিস্ট নিয়োগের উদ্দেশ্য ছিল দেশের ক্ষতিসাধন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মানবিক নীতি: এখানে এবং এখন প্রদর্শনীর’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

লবিস্ট নিয়োগের রীতিটি সাবেক সামরিক শাসক এরশাদের আমল থেকে চালু হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকেরা বিদেশে সরকারের লবিস্ট নিয়োগ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লবিস্ট নিয়োগ করা আইনবিরোধী না। কিন্তু দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ করে, উদ্দেশ্য কী? যখন কেউ কাউকে টাকা দেয় একটা লোককে কিডন্যাপ করার জন্য, তখন কিন্তু ওই অবজেকটিভটা ঠিক নয়। কিংবা যখন দেশের ক্ষতির জন্য অনেকে পয়সা দেয়, তদবির করার জন্য লবিস্ট নিয়োগ করে, সেটা কিন্তু খুবই অন্যায়।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে বিএনপি যে কয়টা লবিস্ট নিয়োগ করেছে, এর মূল উদ্দেশ্যটা দেশের ক্ষতি। আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু আপনার ও আমার ঝগড়া দেশের স্বার্থে কি না, সেটা দেখতে হবে। যদি সেটা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হয়, সেটা দুঃখজনক।’ 

আওয়ামী লীগ কেন বিদেশে লবিস্ট নিয়োগ করেছে সেটির ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুড গভর্নেন্সের জন্য এবং দেশের ইতিবাচক ইমেজগুলো তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে। ওরা লবিস্ট নিয়োগ করেছিল যাতে যুদ্ধাপরাধীদের শাস্তি না হয়। তখন আওয়ামী লীগ ভুল পারসেপশনটা (ধারণাটা) চেঞ্জ করার জন্য লবিস্ট নিয়োগ করে। আমরা এটাকে বলি পিআর ফার্ম, নট লবিস্ট।’ 

বাংলাদেশে লবিস্ট নিয়োগের প্রথা সাবেক সামরিক শাসক এরশাদের আমল থেকে চালু হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এগুলো অনেক দিন ধরেই আছে, নতুন নয়। এরশাদের সময় থেকেই এগুলো প্রচলিত আছে। আপনি অন্য লোককে নিয়োগ করছেন দেশের ক্ষতি করার জন্য, কাউকে মেরে ফেলার জন্য, কিডন্যাপ করার জন্য। এগুলো দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না।’ 

আট বছর ধরে বিএনপির লবিস্ট নিয়োগ প্রমাণের কথা বলা হচ্ছে। তাহলে এত দিন সরকারের কাছে এমন তথ্য ছিল না নাকি তথ্য না জানতে পারা সরকারের কূটনৈতিক ব্যর্থতা? এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা আগে জানলেন না কেন, মিডিয়ার লোকের এটা জানার কথা, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবই ওয়েবসাইটের মধ্যে আছে, কোনো কিছু লুকানো না।’ 

পুনর্গঠিত হচ্ছে দুই সংগঠন

ইসলামী ব্যাংকের এস আলমসংশ্লিষ্ট ২৪ পরিচালকের হিসাব অবরুদ্ধ

পুলিশকে সহযোগিতা করুন, এখন দরকার স্থিতিশীলতা: মাহফুজ আলম

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

দাবি মেনে নেওয়ায় নন-এমপিও শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো বিভক্তি-অসন্তোষ নেই, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মিথ্যা ও বিদ্বেষপ্রসূত: আইএসপিআর

গণ-অভ্যুত্থানে বিজয়ী শক্তি দেশ চালাচ্ছে: মাহফুজ আলম

জেনারেল ওসমানীকে কেন এবার স্বাধীনতা পদক দেওয়া হলো না, ব্যাখ্যা দিল সরকার

স্বাধীনতা পদক পাওয়া কে এই জামাল নজরুল ইসলাম

ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল