নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তাঁরা মলদোভা সীমান্ত পার হন। এরপর সেখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়ার সহায়তায় তাঁদের রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত তাঁরা সেখানকার একটি হোটেলে থাকবেন।
জানা যায়, গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে বহির্নোঙরে অবস্থানরত অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। রকেট হামলার কারণে জাহাজের নেভিগেশন ব্রিজে ভয়াবহভাবে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় জাহাজের তৃতীয় প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমান মারা যান। পরিত্যক্ত হয়ে পড়ে জাহাজটি। এর পরদিন বৃহস্পতিবার রাতে জাহাজে থাকা বাকি ২৮ নাবিককে জাহাজ থেকে বন্দরের উপকূলে বাংকারে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইউক্রেনের স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁরা বাংকার থেকে সড়কপথে সীমান্ত এলাকার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সভাপতি মো. আনাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে তাঁরা (নাবিক) ইউক্রেন সীমান্ত পার করে মলদোভায় প্রবেশ করেন। এরপর সকাল ১০টার দিকে তাঁদের বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়ার কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাঁদের বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার মধ্যে তাঁরা সেখানে পৌঁছান। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে আমরা তাঁদের মলদোভা সীমান্তে রিসিভ করি। সেখান থেকে আমাদের তত্ত্বাবধানে তাঁদের এখন রোমানিয়ায় নিয়ে আসা হচ্ছে। তাঁদের কোনো গাড়ি পরিবর্তন করতে হবে না। তাঁরা মলদোভা সীমান্ত থেকে একই গাড়িতে বুখারেস্টে আসবেন। এখানে তাঁদের জন্য একটি হোটেল ঠিক করা হয়েছে। ওই হোটেলে উঠবেন এবং বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ সময় ৩টার দিকে তাঁরা হোটেলে এসে পৌঁছেছেন।