নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে তাঁর স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাসময়ে বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
চুন্নু বলেন, ‘এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধঃপতন কেন হলো? নানা কারণে সঠিক সময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভালো নয়?’ এটি দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
চুন্নু প্রশ্ন রাখেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই।’ কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান। আর স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, যথাসময়ে কঠোর উদ্যোগ নিয়ে যথাযথ বিচারের ব্যবস্থা করার।
উল্লেখ্য, এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করা হয়েছে।