হোম > জাতীয়

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।

বৈঠকে অংশ নেওয়া উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা জানান, সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্টের বিনিয়োগ কীভাবে তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে। কেউ কেউ ষষ্ঠ বা পঞ্চমবারের মতো এ ট্রাস্ট থেকে বিনিয়োগ পেয়েছেন। উদ্যোক্তারা এ সহায়তার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

ড. ইউনূস উদ্যোক্তাদের গল্প শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি হলাম। আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন, সুনাম করেছেন। আমাদেরকে পরামর্শও দিন। আরও কী কী হলে উদ্যোক্তাদের জন্য ভালো হয়, তা আমাদের বলুন।’

বৈঠকে উদ্যোক্তারা সামাজিক ব্যবসার উদ্যোগগুলোর প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ করেন। তাঁরা বলেন, বেশির ভাগ মানুষ এই উদ্যোগগুলো সম্পর্কে জানে না। প্রচারণা বাড়ালে আরও দরিদ্র মানুষ উপকৃত হবে। এ ছাড়া দক্ষতা উন্নয়নে কর্মশালার আয়োজনের ওপরও জোর দেন উদ্যোক্তারা। তাঁদের মতে, সঠিক প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোক্তা ব্যবসা বড় করতে পারছেন না।

উদ্যোক্তাদের এসব প্রস্তাবের প্রশংসা করে ইউনূস বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করতে চাই। আজকের আলোচনা থেকে ভবিষ্যৎ পথচলা কেমন হতে পারে, সেসব আইডিয়া পেলাম। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ