কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারের রাখাইন প্রদেশে বাংলাদেশ সংলগ্ন ২৭১ কিলোমিটার সীমান্ত এখন সেখানকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন অবস্থায় রাখাইনসহ দেশটির পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে রাখাইন পরিস্থিতির ওপর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিককে সেদেশে ফেরত পাঠানো। সেই লক্ষ্যে সরকার তৎপর রয়েছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা সম্প্রদায়ের ১২ লাখ মানুষ দেশটির সেনাবাহিনীর নিবর্তনমূলক কর্মকান্ডের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশ এসেছেন ২০১৭ সালের ২৫ আগস্টের পর।