Ajker Patrika
হোম > জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বেবিচক কর্মীদের নির্দেশনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বেবিচক কর্মীদের নির্দেশনা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ৬ এপ্রিল (রোববার) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর পরিমার্জিত সংস্করণ অনুসরণ করেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বলা হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচকের কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, লাইক, কমেন্ট বা শেয়ার করবেন না, যাতে রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী কোনো তথ্য, জাতিগত সম্প্রীতি বিনষ্ট হয় এমন কনটেন্ট, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করে এমন বক্তব্য, লৈঙ্গিক বৈষম্যমূলক মন্তব্য এবং জনমনে অসন্তোষ সৃষ্টির উপযোগী তথ্য প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিশেষ করে ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল কোনো তথ্য প্রচার করা যাবে না এবং অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করতেও নিষেধ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে নানা ধরনের বিতর্কিত পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দাপ্তরিক পরিবেশে প্রভাব পড়ছে। এসব অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হতে পিএসসির অনুরোধ

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে: ধর্ম উপদেষ্টা

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিচার বিভাগীয় কর্মচারীদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্থ করার প্রস্তাব

সংবাদপত্রের মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার