হোম > জাতীয়

চাহিদার চেয়ে বেশি চিনি ও ভোজ্যতেল মজুত আছে: বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চাহিদার চেয়ে বেশি পরিমাণে চিনি ও ভোজ্যতেলের মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। আজ ব্যবসায়ী ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি পণ্য মজুত আছে। স্থানীয়ভাবে কেউ যাতে মজুতকারী বা অতিরিক্ত মুনাফা করতে না পারে সে ব্যাপারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে। কোথাও অস্বাভাবিক মজুত কিংবা অস্বাভাবিক দামে এসব পণ্য বিক্রি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

বাণিজ্যসচিব আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। এরপরেও বিষয়টা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। কেউ অন্যায়ভাবে অস্বাভাবিক মজুত গড়ে তুললে কিংবা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষ করে কোভিডকালীন সময়ে মানুষের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে ব্যবসায়ীদের সমন্বয়ে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সভা ডাকা হয়েছে। ভোজ্যতেলের ও চিনির দাম বৃদ্ধির বিষয়ে সচিব বলেন বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এ ব্যাপারে কঠোর মনিটর করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে দেশে দাম বেড়ে যাওয়া বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন বিষয়টি কঠোরভাবে মনিটর করা হচ্ছে। আমদানিকারকেরা বলছেন এ বিষয়টি তাৎক্ষণিকভাবে বানানো হবে না। 

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যারিফ কমিশন, বাংলাদেশ ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মিল মালিক পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা