Ajker Patrika
হোম > জাতীয়

ইউনূস-শলৎস বৈঠক: গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি

অনলাইন ডেস্ক

ইউনূস-শলৎস বৈঠক: গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি
ছবি: বাসস

সুইজারল্যান্ডের ডাভোসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয়টি কমিশন দ্বারা প্রস্তাবিত প্রধান সংস্কার রিপোর্টগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পর, রাজনৈতিক দলগুলো একটি জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণজাগরণের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জুলাই গণজাগরণের পটভূমি, বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা-সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি।

প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণেরা জুলাই গণজাগরণে অংশগ্রহণ করে বাংলাদেশের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটাতে ভূমিকা রেখেছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং জার্মানির ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশে ব্যবসার সুযোগগুলো অনুসন্ধান করার অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: মাহফুজ আলম

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না: মাহফুজ আলম

নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধটি নিয়ে যা বললেন প্রেস সচিব

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল সেনাবাহিনী, সঙ্গে উদ্ধারকারী দল

প্রতিরক্ষা খাতসহ বাংলাদেশ-তুরস্ক কৌশলগত অংশীদারত্ব বাড়তে পারে যেসব ক্ষেত্রে

ঈদুল ফিতরে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

বাংলাদেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা

মার্চে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: প্রতিবেদন

‘জ্বালানি তেলের দাম অপরিবর্তিত’