হোম > জাতীয়

ইউনূস-শলৎস বৈঠক: গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: বাসস

সুইজারল্যান্ডের ডাভোসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয়টি কমিশন দ্বারা প্রস্তাবিত প্রধান সংস্কার রিপোর্টগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পর, রাজনৈতিক দলগুলো একটি জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে গণজাগরণের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জুলাই গণজাগরণের পটভূমি, বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা-সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি।

প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণেরা জুলাই গণজাগরণে অংশগ্রহণ করে বাংলাদেশের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটাতে ভূমিকা রেখেছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং জার্মানির ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশে ব্যবসার সুযোগগুলো অনুসন্ধান করার অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সারজিস

নেতৃত্বশূন্য সংগঠন, প্রশাসকে অস্বস্তি

শুধু বৈদ্যুতিক সরঞ্জামে খরচ ৭৩ কোটি টাকা

রুশ কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা, আসছে না পুলিশের হেলিকপ্টার

প্রাথমিক শিক্ষকেরই প্রাপ্য সর্বোচ্চ সম্মান

এক স্থানের জনপ্রতিনিধি কীভাবে গোটা জাতির আইন প্রণয়ন করেন: সলিমুল্লাহ খান

ট্রাম্পের প্রথম দিনের আদেশ: বাংলাদেশের কিছু স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে

১১ বছর ধরে লাশ হাসপাতালের হিমঘরে, বিচারিক আদালতের রায় বাতিলে হাইকোর্টের রুল

যুক্তরাষ্ট্রকে আরও বেশি রোহিঙ্গা নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শিশু আইনের বিধান অনুযায়ী শিশুরা সুযোগ-সুবিধা পাচ্ছে না

সেকশন