Ajker Patrika
হোম > জাতীয়

জাতীয় সংসদ সচিবালয়ে সচিব মিজানুর রহমানের যোগদান

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ সচিবালয়ে সচিব মিজানুর রহমানের যোগদান
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান (এনডিসি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান (এনডিসি)। যোগদানের পর সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, সে অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সচিবের যোগদান উপলক্ষে শুভেচ্ছা ও অভ‌্যর্থনা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

সচিব মো. মিজানুর রহমান ঝালকাঠী জেলার দিবাকরকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সিদ্দিকুর রহমান বৈঠকটি সঞ্চালনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সচিবকে স্বাগত জানান উপসচিব এস এম আতাউল করিম, নাজমুন নাহার ও মো. শামছুল হক। বৈঠকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও পরিচালকেরাসহ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

হাসিনার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে: চিফ প্রসিকিউটর

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা