হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের চিঠি

সৈয়দ ঋয়াদ, ঢাকা 

দুর্নীতির অভিযোগ ওঠা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা–কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

সূত্রটি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য চেয়ে এসব চিঠি পাঠিয়েছে দুদক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ছাড়াও সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসে কর্মরত রাষ্ট্রদূত, হেড অব চ্যান্সরি, কনস্যুলার প্রধান পদমর্যাদার কর্মকর্তাদের তথ্য চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৩৮ কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে কমিশন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।

ওই কর্মকর্তাদের ২০১৬–১৭ অর্থ বছরের আগের কর্মস্থল, দায়িত্বপ্রাপ্ত শাখা ও তৎকালীন পদবি, বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে চিঠিতে।

গুম কমিশনের মেয়াদ সাড়ে ৩ মাস বাড়ল

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চায় বিজিবি

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

বাধা ও হস্তক্ষেপে কাজ করতে পারছে না পুলিশ

সংখ্যালঘু নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল সরকার

৫ আগস্টের পর থেকে পুলিশের গাড়ির সংকট

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার

সংস্কারের স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল: প্রধান বিচারপতি

দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে: প্রধান উপদেষ্টা