হোম > জাতীয়

কর্মসংস্থানে বাংলাদেশি কর্মীদের প্রাধান্য দিচ্ছে কাতার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কাতারে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎকালে সিরায়া আলী আল-কাহতানি দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের প্রাধান্যের বিষয়টি তুলে ধরেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রবাসীকল্যাণমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের উপস্থিত ছিলেন। 

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাতার ভ্রাতৃত্বপূর্ণ দেশ। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং সারা বিশ্বেই তাঁরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। মন্ত্রী কাতারে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। 

বৈঠকে কাতারের রাষ্ট্রদূত জানান, কাতার বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাধান্য দেয়। বর্তমানে কাতারে ৪ লাখের মতো বাংলাদেশি কর্মী সুনামের সঙ্গে কাজ করছেন। কর্মীদের অধিকার রক্ষায় কাতার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন