নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের আকস্মিক বিদায় হওয়ার অন্তর্নিহিত কারণ জানি না। সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মন্ত্রী। চাকরি যাওয়া তথ্য সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এমন ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে। এর পরিপূর্ণ ব্যাখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।’
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত রোববার জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। কেনো তাঁকে অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ২০২৩ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চাকরির মেয়াদ ছিল মকবুল হোসেনের।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হলো।