Ajker Patrika
হোম > জাতীয়

আন্দোলনকারীদের পুনর্গঠনে সারা দেশ সফর করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

ঢাবি প্রতিনিধি

আন্দোলনকারীদের পুনর্গঠনে সারা দেশ সফর করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

আন্দোলনকারীদের পুনর্গঠন করতে শুক্রবার থেকে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে সফর করবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র-টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিকভাবে পুনর্গঠন করা হবে। পুনর্গঠন করতে আমরা সমন্বয়কেরা কয়েকটি দলে ভাগ হয়ে সারা দেশে সফর করব। সফরের সময় আমরা মানুষের কথা শোনার চেষ্টা করব। আমরা মধ্যস্থতাকারী হব। জনগণের কথা শুনব এবং তা সমাজে ছেড়ে দেব। আশা করি, সমাজের মানুষ তা বাস্তবায়নে সহায়তা করবে।’

কেন পুনর্গঠন করা হবে জানতে চাইলে আবু বাকের বলেন, ‘দেশব্যাপী একটি চক্র চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি করছে। আন্দোলনকারীরা একতাবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে কাজ করবে। এ ছাড়া দুর্নীতি ও বিপ্লব রক্ষার জন্য তারা কাজ করবে। আমরা তাদের কিছু সুনির্দিষ্ট নীতিমালা ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তারা এর বাইরে কাজ করবে না।’

এ সফর আন্দোলনকারীদের একতাবদ্ধ করতে ভূমিকা পালন করবে বলে জানান বাকের।

এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দেশব্যাপী ‘শহীদি মার্চ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বেলা ৩টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, লুৎফর রহমান, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ সমন্বয়ক ও সহসমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

সব বিষয়ে একমত হতে হলে উত্তর কোরিয়ায় বাস করতে হবে: আলী রীয়াজ

পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ-র‍্যাব-বিজিবি-ডিজিএফআই-এনএসআইকে আন্ডারমাইন করলে শান্তি আসবে না: সেনাপ্রধান

যাত্রীদের সার্বক্ষণিক সেবায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজেরা হানাহানি, বিষোদ্গারে ব্যস্ত—এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ: সেনাপ্রধান

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি

জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি হুমায়ূন কবির

ডিসেম্বর বা কাছাকাছি সময়ে নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নতুন রাজনৈতিক শক্তির জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ