Ajker Patrika
হোম > জাতীয়

কিছু রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার আহ্বান কৃষি উপদেষ্টার

অনলাইন ডেস্ক

কিছু রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার আহ্বান কৃষি উপদেষ্টার
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মিজ নার্ডিয়া সিম্পসন। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত কিছু রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মিজ নার্ডিয়া সিম্পসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছুসংখ্যক রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার জন্যও বলেন তিনি।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি বিষয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে শাকসবজি ও আম রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষি খাতের পরিধি অনেক, আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে।’

হাইকমিশনার কৃষি পণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল মেনে পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরও সহযোগিতা বাড়ানোর কাজ করবেন বলে জানান।

৭ মাস ধরে টোল আদায় বন্ধ ৯ সেতুতে

সুখীদের তালিকায় বাংলাদেশের পতন

জাতীয় ঐকমত্য গঠনে সংলাপ শুরু

ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি-ইউএনওরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, প্রতারণা

র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত ও ডিজিএফআইয়ের কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে: টিআইবি

বিদ্যুৎ ভবনে বিএনপি ও আ. লীগের সিবিএ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, মাথা ফেটেছে একজনের

সংস্কার কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই: ড. দেবপ্রিয়

আমির হোসেন আমুর বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক