হোম > জাতীয়

‘শিক্ষার্থীদের ছাড় দিতে প্রধানমন্ত্রী বাসমালিকদের অনুরোধ করেছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি বাসে সারা দেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বেসরকারি বাসমালিকদেরও এ ব্যাপারে অনুরোধ করেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে বাসমালিকেরা শিক্ষার্থীদের ছাড় দেবেন বলে আশা করছে সরকার।

আজ সোমবার লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা হাফ ভাড়া দাবি করেছে, সরকারি গাড়িতে আমরা হাফ ভাড়া মওকুফ করেছি। সিটিতে দেওয়ার কথা কনশেসন, নেত্রী বললেন, না সারা দেশেই দাও। নেত্রী নিজে অনুরোধ করেছেন বেসরকারি বাসমালিকদের। বাসমালিকেরা আমাকে গতকালও বলেছেন, আজকে তাঁরা আবারও বৈঠকে বসেছেন। বাসমালিকদের আমি বলেছি, সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ছাত্ররা কনশেসন বহু আগ থেকেই পেত। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বাসমালিকেরা আজকেও আলোচনায় বসেছেন, আমরা আশা করব আপনারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন সামাজিক দায়বদ্ধতা থেকে। আমরা ছাত্রদের রাজপথে দেখতে চাই না, তারা ক্যাম্পাসে ফিরে যাক।’ 

বিএনপি শিক্ষার্থীদের এই আন্দোলন বিক্ষোভে উসকানি দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবেরা সাপোর্ট করার নামে উসকানি দিচ্ছে। এর আগেও উসকানি দিয়েছিল, এখনো দিচ্ছে।’ 

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় হতাহতের ঘটনায় সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘দুই সিটির ময়লার গাড়িতে দুটি মর্মান্তিক মৃত্যু ঘটেছে, একজন ছাত্র, একজন ব্যবসায়ী। সরকার হিসেবে এর দায় এড়াতে পারি না। যদিও এটা সিটি করপোরেশনের বিষয়। রাস্তাও সিটি করপোরেশনের গাড়িও সিটি করপোরেশনের, আমার কোনো মালিকানা নেই। তারপরও আমি দায় অস্বীকার করি না।’ 

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা