আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন টোকিও পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, টোকিওতে পৌঁছে তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার মধ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তিনি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, সমস্যা এবং এর দ্রুত ও স্থায়ী সমাধানের বিষয়ে জাপানের সহযোগিতা চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী হায়াশি বাংলাদেশকে এ বিষয়ে অব্যাহত সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইউক্রেন, উত্তর কোরিয়া ও ইন্দো-প্যাসিফিকের বিষয়ে জাপানের অবস্থান তুলে ধরেন এবং বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য সেলিমা আহমেদ ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।
শিনজো আবে গত ৮ জুলাই টোকিওর বাইরে নির্বাচনী প্রচারণার সময় আততায়ীর গুলিতে নিহত হন।