হোম > জাতীয়

সংসদে অর্থ পাচারকারীদের জন্য ইনডেমনিটি পাস হয়, লজ্জার ব্যাপার: মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘এখনো জাতীয় সংসদে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটেরাদের জন্য ইনডেমনিটি আইন পাস হয়। এটা লজ্জার ব্যাপার। কিছু বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু, সংসদ, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংবিধান এগুলো নিয়ে প্রশ্ন তুললে চরম বেইমানি হবে।

আজ রোববার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

মোকাব্বির খান বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল ৭০-এর নির্বাচন। তখন পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনে প্রাদেশিক পরিষদে ৩০০ আসনের মধ্যে ২৮৮ টিতে জয় পেয়েছিল আওয়ামী লীগ। ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ১৯৭৩ সালের নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তোলেনি।’ 

১৯৭৫ সালের পর বৈধ-অবৈধ কোনো সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি দাবি করে মোকাব্বির খান বলেন, ‘কখনো সংবিধান কাটছাঁট, কখনো হ্যাঁ-না ভোট, কখনো ব্যালট বাক্স চুরি, কখনো ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার, কখনো আগের রাতে ভোট চুরি ইত্যাদি ইত্যাদি। এই অপবাদ থেকে বাদ পড়েননি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও।’ 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘একজন সংসদ সদস্য বলেছিলেন, একটা আইন প্রণয়নের আগে এই সংসদে আনা উচিত। তার পরে এটা মন্ত্রিসভায় যাওয়া উচিত। আমি এই সংসদ সদস্যকে বলতে চাই, সংবিধান অনুযায়ী সংসদই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, সেখানে আইন পাস হয়। এই সংসদে আইন পাস হওয়ার পরে আর কারও কোনো কর্তৃত্ব থাকে না।’ 

গত শনিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, কোনো আইন মন্ত্রিসভা থেকে পাস হওয়ার পরে সংসদীয় কমিটিতে কিছু পরিবর্তন হয়। কিন্তু এটা পার্টি হুইপিং হিসাবে কাজ করে। মন্ত্রিসভা পাস করে দিয়েছে এখানে আর বেশি পরিবর্তন করা যাবে না। আইনগুলো মন্ত্রিসভায় পাঠানোর আগে কমিটিতে পাঠানো উচিত। তাহলে আইনে বেশি অংশ নেওয়া যাবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের কোনো বিকল্প নেই।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা