বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ী ৪৭৪ শিশুকে দেওয়া হয়েছে জাতীয় শিশু পুরস্কার। আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের পদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিমিন হোসেন রিমি। এদিকে অসুস্থতার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি।
সিমিন হোসেন রিমি বলেন, পাঠ্য বইয়ের বাইরে মনোজগতের বিকাশে দেশের সব শিশুকে সৃজনশীল, বিজ্ঞানমনস্ক, মানবিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই এখন থেকে নিজেদের স্মার্ট করে গড়ে তুলছে।
এ সময় তিনি দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অভিভাবকদের শিশুদের অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।