হোম > জাতীয়

কাল থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।

জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।

টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।

সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সেকশন